Bodrul anam soud biography of barack
বদরুল আনাম সৌদ
বদরুল আনাম সৌদ | |
---|---|
জন্ম | ১৯৭৫ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালক |
দাম্পত্য সঙ্গী | সুবর্ণা মুস্তাফা (বি. ২০০৮) |
বদরুল আনাম সৌদ হলেন একজন বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও চিত্রসম্পাদক। তার জন্ম ১৯৭৫ সালে তিনি গহীন বালুচর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]সৌদ ২০১৫-১৬ অর্থবছরে গহীন বালুচর চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান লাভ করেন।[১] চলচ্চিত্রটি ২০১৭ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায়। ত্রিভুজ প্রেমের ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন আবু হুরায়রা তানভীর, জান্নাতুল ফেরদৌস মুন ও নীলাঞ্জনা নীলা।[২] চলচ্চিত্রটি ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সাতটি বিভাগে পুরস্কৃত হয়[৩] এবং সৌদ শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে পুরস্কার অর্জন করেন।[৪] ২০১৭ সালের ঈদুল আযহায় তার পরিচালিত তোমায় হৃদ মাঝারে রাখবো টেলিভিশন নাটক চ্যানেল আইতে প্রচারিত হয়।[৫]
২০১৮ সালের ঈদুল ফিতরে তার রচিত ও পরিচালিত অক্ষর থেকে ওঠে আসা মানুষ এবং তার রচিত ও আরিফ খান পরিচালিত নুরুল আলমের বিয়ে টেলিভিশন নাটক দুটি প্রচারিত হয়। দুটি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।[৬][৭] ২০১৯ সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশ টেলিভিশনে তার পরিচালিত টেলিভিশন ধারাবাহিক লুকোচুরি লুকোচুরি গল্প প্রচারিত হচ্ছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা ও নীলাঞ্জনা নীলা।[৮][৯]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সৌদ ডল্স হাউজ সোপ অপেরা সহ-পরিচালনার সময় এর কেন্দ্রীয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সাথে সম্পর্কে জড়ান। ২০০৮ সালের ৭ই জুলাই মাসে তিনি ঢাকা উত্তরায় এক পারিবারিক আয়োজনে এই অভিনেত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১০][১১]
২০১৯ সালের ২রা ফেব্রুয়ারি তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে ঢাকার পপুলার হাসপাতালে ও পরে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। তার হার্টে ব্লক ধরা পড়লেও তিনি শঙ্কামুক্ত ও সুস্থ্য হয়ে ওঠেন।[১২][১৩]
সমালোচনা
[সম্পাদনা]২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন বদরুল আনাম সৌদ। আন্দোলন চলাকালীন সময়ে বদরুল আনাম সৌদ সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[১৪][১৫]অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।[১৬][১৭]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]টেলিভিশন
[সম্পাদনা]- পরিচালনা
- তোমায় হৃদ মাঝারে রাখবো (২০১৭)
- অক্ষর থেকে ওঠে আসা মানুষ (২০১৮)
- লুকোচুরি লুকোচুরি গল্প (২০১৯)
- টেলিভিশন অনুষ্ঠান